Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

68খোলা বাজার২৪,শনিবার, ১৯ ডিসেম্বর ২০১৫: পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার বলেছেন, দেশটির রাজনীতিতে এখনো সেনাবাহিনীর ব্যাপক প্রভাব রয়েছে। আল-জাজিরা টেলিভিশনের হেড টু হেড অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন। ২০১৩ সালে সাধারণ নির্বাচনের মাধ্যমে পাকিস্তানে প্রথমবারের মতো বেসামরিকভাবে ক্ষমতা হস্তান্তর হয়। এরপরও হিনা রব্বানি মনে করে দেশটির রাজনীতিতে সেনাবাহিনীর ব্যাপক প্রভাব রয়েছে। তিনি আরো বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর যতটা স্বাধীনতা থাকা দরকার তার চেয়ে অনেক কম স্বাধীনতা রয়েছে।

পাকিস্তানে প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি আরো মনে করেন, পাক প্রধানমন্ত্রীর দফতরে আধিপত্য বিস্তার করে রয়েছে দেশটির শক্তিশালী সামরিক প্রশাসন। আল-জাজিরার অনুষ্ঠানে তিনি মার্কিন ড্রোন হামলা এবং আরো বিভিন্ন ইস্যুতে কথা বলেন। এ সময় হিনা রব্বানি ড্রোন হামলার বিষয়ে সাবেক পিপিপি সরকারের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির কিছু ভূমিকার প্রতি সমর্থন দেয়ার চেষ্টা করেন।