Wed. Aug 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

58খোলা বাজার২৪,রবিবার, ২০ ডিসেম্বর ২০১৫:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন আজ প্রতিশ্র“তি দিয়েছেন যে, আগামী ৩০ দিনের মধ্যে রাজধানীর গুলিস্তান এলাকাকে পথচারীদের জন্য পরিষ্কার করে দেবেন। তিনি গুলিস্তান এলাকার ফুটপাথ দখল করে রাখা অবৈধ স্থাপনা ও দোকানসমূহ উচ্ছেদ করার সময় একথা বলেছেন।

খোকন বলেন, এলাকা পরিষ্কার করার জন্য আমাদেরকে অবৈধ দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান সহ সম্ভাব্য সব ধরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেন হাজার হাজার পথচারি স্বাভাবিকভাবে চলাচল করতে পারে। উচ্ছেদ অভিযানের সময় চিফ এস্টেট অফিসার এম খালিদ আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে এম নাজমুস শোয়েব ও এম মামুনুর রশীদ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএসসিসি কর্তৃপক্ষ, গুলিস্তানে টেলিগ্রাফ ও টেলিফোন অফিস সংলগ্ন ফুটপাতের দোকান সহ অবৈধ স্থাপনাগুলো ভেঙ্গে দিয়েছে। এছাড়া, গুলিস্তানের কাছাকাছি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বি আরটিসি) বাস টার্মিনাল থেকে অবৈধ স্থাপনা ও দোকান সরানো হয়েছে। তিনি বলেন, ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রাখা হবে।

অন্যরকম