Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

66রবিবার, ২০ ডিসেম্বর ২০১৫: ফিলিপাইনে প্রায় এক সপ্তাহ ধরে চলা ঝড় ও এর ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা রোববার ৪৫ জনে উন্নীত হয়েছে। দেশটির দুর্যোগ পর্যবেক্ষণ কর্মকর্তারা জানান, দেশের বেশ কয়েকটি শহর এখনো পানির নিচে এবং দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তাইফুন মেলর ও নিন্মচাপ ওনিওকের কারণে দেশটিতে এ বৃষ্টিপাত হচ্ছে। বেসামরিক নিরাপত্তা দপ্তর জানায়, ভারি বৃষ্টি অব্যাহত থাকায় রাজধানী ম্যানিলার উত্তরে কিছু কিছু নদী তীরবর্তী এলাকায় প্রায় তিন মিটার পানি জমেছে। ফিলিপাইনে গত সপ্তাহে টাইফুন মেলর আঘাত হানে। এরপর সেখানে শুরু হয় প্রবল নিম্নচাপ।

এর প্রভাবে দেশটির ভিসায়া দ্বীপপুঞ্জ, মিন্দানাও ও দক্ষিণাঞ্চলীয় এলাকায় শুরু হয় ভারী বৃষ্টি। এ থকেই দেশটিতে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, মিন্দানাও, বিকোল অঞ্চল, মধ্য ও পূর্ব ভিসায়া, অওরোরা ও কুইজোন প্রদেশে ভারিবৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ফলে ওইসব এলাকাগুলোতে বন্যা ও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। এর আগে ২০১৩ সালে ফিলিপাইনে ঘূর্ণিঝড় হাইয়ানের আঘাতে সাত হাজার তিশ ৫০ জন মানুষ নিহত বা নিখোঁজ হয়।