Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

13খোলা বাজার২৪,সোমবার, ২১ ডিসেম্বর ২০১৫: রাশিয়ায় জন্ম নেওয়া ছয় বছরের মেয়েশিশু ভিরসাভিয়া বরুণ, পশ্চিমা সংবাদমাধ্যমগুলোকে যাকে ‘অলৌকিক শিশু’ নামে প্রায়ই অভিহিত করা হয়। হবে না কেন? জন্ম থেকেই বুকের খাঁচার বাইরে আস্ত একখানা হৃৎপি- নিয়েও দিব্যি বেঁচে আছে সে।

ভিরসাভিয়ার মা লরা ‘দ্য মিরর’কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, জন্মের সময়ই বুকের ও পেটের বাইরে হৃৎপি- ও অন্ত্র নিয়ে জন্মেছিল সে। পরে অস্ত্রোপচারের মাধ্যমে অন্ত্র বুকের খাঁচার ভেতর প্রতিস্থাপন করা গেলেও হৃৎপি-টিকে যথাস্থানে সরানো সম্ভব হয়নি। ভিরসাভিয়ার হৃৎস্পন্দন দেখা ও শোনা যায়, কারণ তা বুকের বাইরে, পেটের কাছে রয়েছে।

লরা আরো জানান, মেয়ের জন্মের পর তার চিকিৎসার জন্য তিনি রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে চলে আসেন। কারণ জন্মের সময় থেকেই বিভিন্ন ধরনের শারীরিক অক্ষমতা নিয়ে জন্মেছে ভিরসাভিয়া। আর রাশিয়ার কোনো হাসপাতালেই এই জটিল রোগের চিকিৎসা সম্ভব নয়।

আপাতত দক্ষিণ ফ্লোরিডার একটি স্কুলে ইংরেজি শিখছে ভিরসাভিয়া। যদিও শারীরিক অবস্থার জন্য কোনো স্কুলে তাঁকে ভর্তি করা হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, এখনই ছোট্ট ভিরসাভিয়ার চিকিৎসা সম্ভব নয়। বয়স আরো বাড়ার পর তাঁর চিকিৎসা শুরু হবে। আর এই সময়ে ছোট্ট মেয়েটি নাচ, গান, আঁকা নিয়ে মেতে রয়েছে।

লরা জানান, ভিরসাভিয়া নাচে খুব ভালো। যদিও শারীরিক অবস্থার কারণে খুব বেশিক্ষণ নাচতে পারে না সে। তবে মা ও মেয়ে দুজনেরই আশা, ঠিক সময়মতো সঠিক চিকিৎসা হবে ভিরসাভিয়ার।