খোলা বাজার২৪, মঙ্গলবার,২২ ডিসেম্বর ২০১৫: ভারতের দিল্লিতে বিমানবন্দরের কাছে আজ মঙ্গলবার সকালে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছেন। বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার কারণে ঢাকায় আগামীকালের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বিএসএফের বৈঠক স্থগিত করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা বৈঠক স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় বিমানের সব আরোহীরা নিহত হন।
এনডিটিভির খবরে জানা যায়, সুপার কিংয়ের ওই বিমানটি িিদল্ল থেকে রাঁচির দিকে যাচ্ছিল। ছেড়ে যাওয়ার পাঁচ মিনিট পরই যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিমানটি ফিরে আসার চেষ্টা করছিল। সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।