খোলা বাজার২৪, বুধবার, ২৩ ডিসেম্বর ২০১৫: মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে পাকিস্তান যা বলেছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও তাই বলছেন। পাকিস্তানের সঙ্গে সুর মিলিয়ে একই কথা বলছেন তিনি। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে খালেদার এমন মন্তব্যের জবাবে এসব কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ বুধবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে অ্যান্টি-ডাম্পিং, কাউন্টারভেইলিং ও সেইফগার্ড মেজার্স সংক্রান্ত দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠানে মন্ত্রী ওই মন্তব্য করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, সারাবিশ্ব বাংলাদেশের মুক্তিযুদ্ধকে স্বীকৃতি দিয়েছে। মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়েছে। অথচ বিএনপি নেত্রী এ দেশের শহীদদের নিয়ে বিতর্ক তুলেছেন। তিনি শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি এর আগে যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছেন। কিন্তু তাদের বাঁচাতে পারেননি। তিনি বলেন, খালেদা জিয়া ইচ্ছা করে দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি দেশের প্রধানমন্ত্রীকে কীভাবে সম্বোধন করতে হয় তাও ভুলে গেছেন। পরিস্থিতি দেখে মনে হচ্ছে তিনি পাকিস্তানের অনুচর। তিনি পাকিস্তানের সুরে কথা বলছেন।
তোফায়েল আহমেদ বলেন, অসাধু বাণিজ্য প্রতিকারের মাধ্যমে স্থানীয় শিল্পের ন্যায়সঙ্গত স্বার্থ নিয়ে কাজ করে ট্যারিফ কমিশন। বিশ্ব বাণিজ্য সংস্থার সংশ্লিষ্ট চুক্তিসমূহের সঙ্গে সঙ্গতি রেখে এন্টি-ডাম্পিং, কাউন্টার ভেইলিং ডিউটি নিয়ে কাজ করে। ট্যারিফ কমিশনের কাজ আরও শক্তিশালী করতে এই সেমিনার কাজ করবে।
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, দেশের স্বার্থরক্ষায় ট্যারিফ কমিশনকে আরও জোরালো কাজ করতে হবে। কারণ দেশীয় শিল্পের স্বার্থরক্ষা হলে দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হেদায়েদ উল্লাহ মামুন, এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমেদ প্রমুখ।