Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24খোলা বাজার২৪, বুধবার, ২৩ ডিসেম্বর ২০১৫: ঘরে সুন্দরী স্ত্রী থাকলে যে মাঠের পারফরম্যান্সে তার বিরাট প্রভাব পড়বে, এমনটা অবশ্যাম্ভাবী মনে করছে ভারতের ক্রিকেট বিষয়ক পোর্টাল ক্রিকেট ট্র্যাকার। আর তাইতো সম্প্রতি এই ওয়েবসাইট আট আকর্ষণীয় ক্রিকেট দম্পতির তালিকা প্রকাশ করেছে।
এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন বিশ্বের অন্যতম সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। সবার উপরে আছেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান ও তার স্ত্রী আয়েশা মুখার্জী।
এই তালিকায় সাকিব-শিশিরই একমাত্র বাংলাদেশি দম্পতি। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েই শিশিরের সঙ্গে পরিচয় সাকিবের। পরিচয় থেকে প্রণয়। এরপর ২০১২ সালের ১২ ডিসেম্বর বিয়ে। এ বছরের ৯ নভেম্বর প্রথমবারের মতো বাবা-মা হলেন এই দম্পতি।
তালিকায় আরও আছেন যারা
১. শিখর ধাওয়ান-আয়েশা মুখার্জি (ভারত)
২. সাকিব আল হাসান-উম্মে আহমেদ শিশির (বাংলাদেশ)
৩. মাইকেল ক্লার্ক-কাইলি ক্লার্ক (অস্ট্রেলিয়া)
৪. কেভিন পিটারসেন-জেসিকা টেলর (ইংল্যান্ড)
৫. মহেন্দ্র সিং ধোনি-সাক্ষী সিং রাওয়াত (ভারত)
৬. ডেল স্টেইন-জেনে কিটজম্যান (দক্ষিণ আফ্রিকা)
৭. শোয়েব মালিক-সানিয়া মির্জা (পাকিস্তান-ভারত)
৮. সুরেশ রায়না-প্রিয়াংকা চৌধুরী (ভারত)