Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

38খোলা বাজার২৪, বুধবার, ২৩ ডিসেম্বর ২০১৫: ভিনগ্রহের প্রাণী এলিয়েনদের নিয়ে আছে নানা গল্পকথা । সায়েন্স ফিকশন, হলিউডি সিনেমা আর মানুষের কল্পনার রাজ্য ছাড়িয়ে এবার সত্যি সত্যিই পৃথিবীতে এলো এলিয়েনের বংশধর।
সম্প্রতি যুক্তরাজ্যের একটি শস্যক্ষেতে দেখা গেছে এলিয়েনের ডিম।
কিছুদিন আগে শস্যক্ষেতে দেখা যায় জেলির মতো দেখতে অদ্ভূত আকারের এই ডিমটি। ডিম থেকে বা”চা ফুটে বের হবার পর এর একটি ছবি টুইটারে পোস্ট করেন স্থানীয় বন সংরক্ষক ডেন হাওর। সাথে সাথেই ইন্টারনেট দুনিয়ায় ব্যাপক সাড়া জাগায় ছবিটি।
কমেন্টে একজন লিখেছেন, ‘আমার আগেই ধারণা ছিল সব ছত্রাক জাতীয় জিনিসই বাইরের জগৎ থেকে আসে। এটি সেটাই প্রমাণ করেছে।
তবে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, এটি আসলে এলিয়েনের ডিম নয়। এটি বিরল প্রজাতির এক ধরণের গাছ, যা যুক্তরাজ্যে দেখা না গেলেও অন্য দেশে দেখা যায়।
ডিমটি ফুটে ব্া”চা বের হওয়ার এক ভিডিওতে দেখা যায়, জেলির মতো দেখতে স্বচ্ছ একটি ডিমের ভিতর থেকে লম্বাকৃতির গোলাপি রঙের কয়েকটি শাখা প্রশাখা বেরিয়ে আসছে।
যুক্তরাজ্যের কিউরয়্যাল বোটানিক্যাল গার্ডেনের কর্তৃপক্ষ জানিয়েছে, এটি মূলত এক ধরণের উদ্ভিদ। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এগুলো দেখা যায়।