খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০১৫ : আর সেই ছোট ভুলের জন্যই আগামী দুই বছরের জন্য তাকে ক্রিকেট থেকে বহিস্কার করলো ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
ঘটনার সূত্রপাত এই বছর অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে। টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক দুই দেশ মুখোমুখি হয়েছিল মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে। সেই ফাইনালেই ম্যান অব দ্য ম্যাচ কে হবেন, সেটা নিয়ে পাঁচটি বাজি ধরেছিলেন রিকস। সেই পাঁচটি বাজিতে তিনি মোট নয় অস্ট্রেলিয়ান ডলার বাজি ধরেন। নয় মাস পর তদন্ত শেষে সেই বাজির ব্যাপারে নিশ্চিত হয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা রিকসকে এই নিষেধাজ্ঞা দেয়।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ‘অ্যান্টি-করাপশন কোড’- এর ২.২.১ ধারা অম্যান্য করা রিকসকে আগামী মৌসুমে ক্রিকেট অস্ট্রেলিয়ার দুর্নীতি বিরোধী শিক্ষা কার্যক্রমে অংশ নিতে হবে।
ক্রিকেট অস্ট্রেলিয়া ইন্টেগ্রিটি ইউনিটের প্রধান ইয়েইন রয় বলেছেন, ‘প্রত্যেক ক্রিকেটারকেই এটা মনে করিয়ে দেয়া হয় যে, যে কোন ফরম্যাটের ক্রিকেটেই বাজি ধরা সম্পূর্ণরুপে নিষিদ্ধ। প্রতি বছর আমরা যে দুর্নীতি-বিরোধী প্রশিক্ষণ দিয়ে থাকি, এ ধরণের কাজ সেটিকে লংঘন করে।’
দন্ডপ্রাপ্ত অ্যাঞ্জেলা নিজের ভুল বুঝতে পেরেছে জানিয়ে রয় বলেন, ‘অ্যাঞ্জেলা বুঝতে পেরেছে যে বাজি ধরায় অংশ নিয়ে সে ভুল করেছে। তার ভুলের ব্যাপকতা সম্পর্কেও সে জ্ঞাত। তদন্তের পুরো সময়টাতেই সে সাহায্য করেছে, এবং আমরা মনে করি এরকম কর্মকান্ডের প্রেক্ষিতে তার শাস্তিটি উপযুক্ত হয়েছে।