খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০১৫ : ভরষব-(৫)ভারতের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন উলফা নেতা অনুপচেটিয়া।
বৃহস্পতিবার আসামের গুয়াহাটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়া।
জানা যায়, তার বিরুদ্ধে করা চার মামলার সবশেষটিতে বুধবার জামিন মঞ্জুর করেন আদালত। এতে করে তার জামিন পাওয়ার পথ পরিষ্কার হয়। এর আগে অন্য তিন মামলায় জামিন আদেশ পান তিনি।
১১ নভেম্বর অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করে বাংলাদেশ। এরপর ভারতের আইনপ্রয়োগকারী কর্তৃপক্ষ তার বিরুদ্ধে চারটি মামলা করে। সবগুলো মামলায় জামিন পাওয়ায় কারাগার থেকে সাময়িক মুক্তি পেয়েছেন তিনি।
উল্লেখ্য, ১৯৯৭ সালে ভুয়া পাসপোর্ট নিয়ে অনুপ্রবেশ করা, অবৈধভাবে বিদেশি মুদ্রা ও একটি স্যাটেলাইট ফোন রাখার দায়ে ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে দুই সহযোগীসহ অনুপ চেটিয়াকে গ্রেফতার করে পুলিশ। সেই থেকে প্রায় ১৮ বছর তিনি বাংলাদেশের কারাগারে বন্দি ছিলেন। যদিও আট বছর আগে তার সাজার মেয়াদ শেষ হয়।
আসামের স্বাধীনতার জন্য দুই দশকের বেশি সময় ধরে সশস্ত্র বিদ্রোহী চালিয়ে আসছে ইউনাইটেড লিবারেশন আমি অব আসাম (উলফা)। অনুপ চেটিয়া উফলার প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। তার আসল নাম গোপাল বড়ুয়া। ভারতে তার বিরুদ্ধে হত্যা, অপহরণ ও ডাকাতির মামলা রয়েছে।