খোলা বাজার২৪, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০১৫ : দুর্দান্ত একটা বছর পার করল বাংলাদেশের ক্রিকেটাররা। বছর শেষে সুখবর পেতে যাচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা। বেতন বাড়ানোর জন্য বোর্ডের কাছে সুপারিশ করা হয়েছে।
বুধবার ক্রিকেট অপারেশন্সের বৈঠক শেষে এ কথা জানান বাংলাদেশ ক্রিকেট অপারেশন্সের প্রধান নাঈমুর রহমান দুর্জয়।
তিনি বলেন, ‘সাবেক ক্রিকেটার হিসেবে আমরা চাই, ক্রিকেটারদের সাধ্যের মধ্যে যতটা সম্ভব বেশি টাকা দেওয়া হোক। আমরা ওদের বেতন বাড়ানোর একটি প্রস্তাব দিয়েছি।’ তবে বেতন কত শতাংশ বাড়ছে তা জানাতে রাজি হননি দুর্জয়।
এবছর পাঁচটি টেস্ট খেলেছে বাংলাদেশে। এর মধ্যে একটি ম্যাচ হেরেছে বাংলাদেশ। বাকি চারটি ম্যাচ ড্র করেছে। তবে ওয়ানডে ক্রিকেটে ইতিহাসের সেরা সময় পার করেছে বাংলাদেশ। বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মত কোয়ার্টার ফাইনাল খেলেছে বাংলাদেশ। এ বছর চারটি ওয়ানডে সিরিজ খেলে সব গুলো সিরিজ জিতেছে বাংলাদেশ।
বিশ্ব ক্রিকেটের বড় বড় পরাশক্তি ভারত, পাকিস্তান ও সাউথ আফ্রিকার সাথে সিরিজ জিতেছে দাপটের সাথে। এ বছর ১৮টি ওয়ানডে খেলে ১৩টি ম্যাচ জিতে টেস্ট খেলুড়ে দেশের মধ্যে সাফল্যের হারে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার(৮৩.৩৩%) পর বাংলাদেশের(৭২.২২%) অবস্থান।
চলতি বছর পাঁচটি টি-২০ ম্যাচ খেলে দুটিতে জিতেছে বাংলাদেশ, হেরেছে তিনটি ম্যাচ।