খোলা বাজার২৪,রবিবার, ২৭ ডিসেম্বর ২০১৫: কর্মজীবনে বসের ঝাড়ি খায়নি এমন লোকের সন্ধান পাওয়া মুশকিল। কেউ কেউ এটাকে নেয় কাজ শেখার দক্ষিণা হিসেবে আর কেউ কেউ সহ্য করতে না পেরে পড়ে যায় হতাশায়। এবার তেমনই দু:খজনক একটি ঘটনার ভিডিও সামনে এসেছে।
বসের রুঢ় কথা সহ্য করতে না পেরে সোজা আত্মহত্যা করে বসলেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক তরুণী। অফিসে সহকর্মীদের সামনে বসের বকা সহ্য করতে না পেরে খোলা জানালা দিয়ে লাফ দেন নীচে।
খবরটি প্রকাশিত হয় সংবাদসংস্থা মিরর-এ। সেখানে এই ভিডিওটিও দেওয়া হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, কাজের সময় অফিসের মধ্যে এক ব্যক্তি সেই তরুণীর সামনে একতাড়া কাগজ ছুঁড়ে ফেলেন। তার আগে বেশ কয়েক কথাও শোনান। তরুণী প্রথমে চুপচাপ বসেছিলেন। শান্ত ভাবে নিজের চেয়ার ছেড়ে উঠে পাশের খোলা জানালার দিকে হেঁটে যান। তখনও পর্যন্ত সহকর্মীরা কিছুই আন্দাজ করতে পারেননি, পর মুহূর্তে কী ঘটতে চলেছে। কিন্তু সকলকে অবাক করে জানালায় উঠে সোজা নীচে লাফিয়ে পড়েন তরুণী। অফিসের সিসিটিভি ফুটেজ থেকে এই ঘটনা সামনে এসেছে।