খোলা বাজার২৪,রবিবার, ২৭ ডিসেম্বর ২০১৫: সিরাজুল ইসলাম টাস ডাউনলোড মেশিনটি তৈরি করেছেন সম্পূর্ণ কাঁচ দিয়ে।
তিনি জানান, অর্থ বাঁচিয়ে প্লাস্টিক দিয়েও মেশিনটি তৈরি করা যাবে। এতে কৃষকের খরচ হবে ৫০০ থেকে ১০০০ টাকা। আর এই মেশিন দিয়ে কৃষকের লাখ লাখ টাকার ফসল রক্ষা করা সম্ভব হবে।
সিরাজুল ইসলাম বলেন, যিনি এই মেশিনটি কিনবেন এবং পেতে রাখবেন তার মোবাইলে মেশিনের নম্বর থাকবে। মেশিনে যখনই ইঁদুর পড়বে সঙ্গে সঙ্গে তার মোবাইলে রিং যাবে। পরীক্ষামূলকভাবে এই মেশিনটি ফসলী ব্যবহার করে সুফল পেয়েছেন কৃষক।
কয়েকজন কৃষক বলেন, এই মেশিনটি আবিষ্কারের পর অনেক কম খরচে ও সহজে ইঁদুর মারা সম্ভব হয়েছে।