Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5খোলা বাজার২৪, সোমবার, ২৮ ডিসেম্বর ২০১৫ : আসন্ন পৌরসভা নির্বাচনে ভোটার অনুপাতে ২২৯টিতে বিজিবি এবং ছয়টিতে কোস্টগার্ড মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।
ভোটের দুই দিন আগে রোববার নির্বাচন কমিশন (ইসি) এ সংক্রান্ত চিঠি বিশেষ বাহক মারফত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। ইসির নির্দেশনা অনুযায়ী পরিপত্রও জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
৩০ ডিসেম্বরের এই নির্বাচনে সেনা মোতায়েনে বিএনপিসহ কিছু রাজনৈতিক দল ও প্রার্থীর আবেদনে সাড়া না দিয়ে বিজিবি ও র‌্যাব সদস্য বাড়ানোর কথা জানায় ইসি।
পরিপত্রে বলা হয়েছে, সব নির্বাচনী এলাকায় ২৮ থেকে ৩১ ডিসেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ভোটের দিন সাধারণ কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ১৯ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২০ জন সদস্য থাকবে।
ইসির উপ সচিব সামসুল আলম জানান, নির্দেশনা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন সংক্রান্ত পরিপত্র জারি করে মাঠ পর্যায়ে পাঠিয়েছে। ভোটার অনুযায়ী ২২৯ পৌরসভায় এক প্লাটুনের কম-বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হবে।
“যেভাবে চাওয়া হয়েছে, সেভাবে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে। যে খসড়া পরিকল্পনা ইসি দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাতে সম্মতি দেওয়ায় পরিপত্র সেভাবেই জারি হয়েছে,” বলেন ইসির উপ সচিব সামসুল।
১০২ পৌরসভায় ১০২ প্লাটুন বিজিবির কথা বলা হলেও এখন ২২৯ পৌরসভায় কম-বেশি মোতায়েন করা হচ্ছে। এতে সব মিলিয়ে বিজিবির সংখ্যা একই থাকবে।
বিজিবির একজন সদস্য জানান, প্রতি প্লাটুনে ৩০-৩৩ জন করে সদস্য থাকে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো সামসুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ছয় উপকূলীয় পৌরসভা- মুলাদী, মেহেন্দিগঞ্জ, সন্দ্বীপ, হাতিয়া, রামগতি ও পাথরঘাটায় কোস্টগার্ড থাকবে। বাকি ২২৯ পৌরসভায় ভোটার অনুপাতে বিজিবি মোতায়েন হবে।
এর মধ্যে ১০ হাজারের কম ভোটারের পৌরসভায় এক প্লাটুনের কম, ১০ হাজার থেকে ৫০ হাজার ভোটারের পৌরসভায় এক প্লাটুন এবং ৫০ হাজার থেকে এক লাখ ভোটারের পৌরসভায় এক প্লাটুন বা তার বেশি এবং এক লাখের বেশি ভোটারের পৌরসভায় দুই প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা অনুমোদন করে ইসি ও বিজিবিকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে বলে জানান ইসির উপ সচিব সামসুল।
ইসি কর্মকর্তারা জানান, পৌর নির্বাচনের নিরাপত্তায় ৭০ হাজারের বেশি পুলিশ, ৫০ হাজারের বেশি আনসার-ভিডিপি ও র‌্যাবের ৮১টি টিম থাকবে। এর পাশাপাশি থাকবে বিজিবির শতাধিক প্লাটুন ও ছয় প্লাটুন কোস্টগার্ড সদস্য।