খোলা বাজার২৪, সোমবার, ২৮ ডিসেম্বর ২০১৫ : আল-কায়েদার প্রয়াত প্রধান ওসামা বিন লাদেনের সাবেক দেহরক্ষী নাসের আল বাহরি দীর্ঘ অসুস্থতার পর মারা গেছেন। ইয়েমেনের চিকিৎসা সূত্রগুলো বিবিসিকে এই তথ্য জানিয়েছে।
সূত্রগুলোর ভাষ্য, ইয়েমেনের নাগরিক বাহরি গত শনিবার দেশটির দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে মারা যান।
আবু জান্দাল নামেও বাহরি পরিচিত ছিলেন। আফগানিস্তানে থাকাকালে ওসামার গাড়িও চালিয়েছেন তিনি।
গুয়ানতানামো কারাগার থেকে মুক্তির পর ২০০৮ সালে ইয়েমেনে ফেরেন বাহরি।
নব্বইয়ের দশকে বসনিয়া, সোমালিয়া ও আফগানিস্তানে জঙ্গি হামলায় বাহরি অংশ নেন বলে অভিযোগ রয়েছে। পরে আল-কায়েদা ছাড়েন তিনি।
অন্যদিকে ২০১১ সালের মে মাসে পাকিস্তানে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে নিহত হন ওসামা।