খোলা বাজার২৪, সোমবার, ২৮ ডিসেম্বর ২০১৫ :
এসেছে জনগণের বহু কাঙ্খিত নির্বাচন
স্বতস্ফুর্তভাবে করবে সবাই অংশগ্রহন।
লেভেল প্লেয়িং ফিল্ড হলে সমান
জনপ্রিয় প্রার্থী গাইবে বিজয়ের গান।
ভোটচুরি বা কারচুপি করলে সরকার
প্রতিরোধ গড়ে তুলবে জনতা দুর্বার।
বিজয় ঘোষণা যদি করা হয়
করে মিডিয়া ক্যুর,
তাদেরকে জনগণ রুখে দিবে
আগামীতে বহুদুর।
যদি বের করে দেওয়া হয়
পোলিং এজেণ্টদের,
মিডিয়ার কল্যাণে সবাই দেখবে-জানবে
তাদেরী কর্মকা-ের।
যদি কেন্দ্রে কেন্দ্রে বাধা দেওয়া হয়
ভোট দিতে ভোটারদের,
টেলিভিশনের পর্দায় দেখানো হবে
দেশবাসী ও বিশ্ববাসীদের।
সন্মানহানি-কলঙ্ক হবে দেশের,
ক্ষতি জনগণের।
মান কি তখন থাকবে মুক্তিযুদ্ধের ?
ভুলণ্ঠিত হবে স¦াধীনতা দেশের।
এসব থেকে মুক্তি হবে আমাদের
নির্বাচনটা হলে দ্বারা নির্দলীয়দের।
সব প্রার্থীর ক্ষেত্রে জনগণ চায়
প্রশাসনের সমান আচার,
আছে আইনের আশ্রয় নেওয়ার
সবার সমান অধিকার।
দেশে যদি থাকে গণতান্ত্রিক সরকার
সুযোগ থাকবে সমান সবার।
তবে, উল্টো ঘটনা ঘটলে
তখনই হবে-
অগণতান্ত্রিক-হায়েনা-লুটেরা
বাকশালী-স্বৈরাচার-একনায়কতš ¿ সরকার।
দেশের জন্য এ সব কাম্য কার
তাই,অবাধ-সুষ্ঠ-নিরপেক্ষ নির্বাচন দরকার।