Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০১৫: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ শেয়ারের লেনদেন বেড়েছে। তবে সব ধরনের মূল্যসূচক আগের দিনের চেয়ে কমেছে। ডিএসইতে আজ ৩১৯ টি কোম্পানির ৯ কোটি ২৭ লাখ ৯০ হাজার ৭৮৭ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
মোট লেনদেনের পরিমাণ ৪১৩ কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৫৪১ টাকা। যা আগের দিনের চেয়ে ৮০ কোটি টাকা বেশি। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১০.১৮ পয়েন্ট কমে ৪৫৯২.৩৩ ৪৬০২.৫২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩.৪৪ পয়েন্ট কমে ১৭৪৪.০৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ২.৯১ কমে ১১০২.১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩১৯ টি কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৯৬ টির, কমেছে ১৭২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১ টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো: বেক্সিমকো ফার্মা, কাশেম ড্রাইসেল, বেক্সিমকো লিঃ, এসিআই লিঃ, ইফাদ অটোস, স্কয়ার ফার্মা, এমারেল্ড অয়েল, কেডিএস এক্সসোরিজ, আলহাজ্ব টেক্স ও বিএসআরএম স্টিল। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এপেক্স স্পিনিং, মিরাক্যাল ইন্ডাঃ, কাশেম ড্রাইসেল, হাক্কানী পাল্প,আইসিবি ২য় এনআরবি, জিকিউ বলপেন, এস আলম কোল্ড, অরিয়ন ফার্মা, রংপুর ফাউন্ডি ও জিপিএইচ ইস্পাত। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: সোনারগাঁও টেক্সটাইল, এক্সিম ১ম মি. ফা., প্রগ্রেসিভ লাইফ ইন্সুঃ, বি আইএফসি, আইপিডিসি, মোজাফ্ফর হোসেন স্পিনিং, আরামিট সিমেন্ট, জনতা ইন্সুঃ, আজিজ পাইপস ও ন্যাশনাল হাউজিং।