খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০১৫: ব্যাংকে চাকরির আবেদন করার ক্ষেত্রে চাকরি প্রার্থীদের কাছ থেকে পে-অর্ডার কিংবা ড্রাফট আদায় করা যাবে না। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যেমে এই নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকের চাকরির জন্য আবেদনকালে পে-অর্ডার কিংবা ড্রাফট আকারে ফি প্রদান করা তরুণ চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য।
তাদের এই অবস্থা বিবেচনা করে চাকরি প্রার্থীদের কাছ থেকে ফি আদায় না করার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু কিছু কিছু ব্যাংকে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের কাছ থেকে পে-অর্ডার কিংবা ড্রাফটের মাধ্যমে ফি আদায়ের ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। তাই এখন থেকে ব্যাংকের চাকরিতে আবেদনকালে আবেদনকারীর কাছ থেকে কোনো প্রকার ফি আদায় করা যাবে না।