খোলা বাজার২৪,বুধবার, ৩০ ডিসেম্বর ২০১৫: পৌর নির্বাচনী এলাকায় বিভিন্ন ভোটকেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ বুধবার সকালে সংবাদ সম্মেলনে দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। তিনি এ সময় বরগুনা, বেতাগী, ঝিনাইদহসহ বেশ কয়েকটি এলাকার নাম উল্লেখ করেন। এছাড়া গাজীপুরের শ্রীপুর পৌরসভায় সাংবাদিকদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ হানা দিয়েছে- এমন অভিযোগও করেন রিজভী।
এদিকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনে (ইসি) উপস্থিত হয়েছে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল। সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের নেতৃত্বে সকাল পৌনে ৯টার দিকে প্রতিনিধি দলটি ইসিতে পৌঁছায়। সূত্র জানায়, পৌর নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির তিনটি প্রতিনিধি দল পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবে। কোথাও কোনো ধরনের সমস্যা হলে বা অনিয়ম হলে প্রতিনিধি দল তাৎক্ষণিক তা ইসিকে অবহিত করবে।