খোলা বাজার২৪,বুধবার, ৩০ ডিসেম্বর ২০১৫: রাত পোহালেই দেশের ২৩৪ টি পৌরসভায় একযোগে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এসব পৌরসভায় টানা ভোটগ্রহণ চলবে। প্রথম বারের মতো দলীয় প্রতিকে নির্বাচন দেশে এই প্রথম। তাই এই নির্বাচনকে ঘিরে উৎকন্ঠা এবং উদ্দীপনার যেনো শেষ নেই। এই নির্বাচনে প্রায় ১২ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে মেয়র পদে রয়েছে ৯৪৫ জন প্রার্থী। ইতি মধ্যে নির্বাচনী কেন্দ্রে ব্যালট, সিলমোহর ও বাক্স এসব পৌরসভার কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে। এখন শুধু সকাল হওয়ার অপেক্ষা।
এ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন এসব পৌর এলাকার ভোট কেন্দ্রের চারপাশ নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিশ্চিত করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেন, ‘সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।’
তিনি বলেন, পৌরসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। ভোটাররা নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগ করবে। এ জন্য প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ করা হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে নির্বাচনী এলাকায় টহল দিচ্ছে বিজিবি, র্যাব, পুলিশ, কোস্টগার্ড ও আনসারসহ এক লক্ষাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। সঙ্গে রয়েছে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
ইসি কর্মকর্তারা জানান, ২২৯ টি পৌরসভায় বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে বাকি ছয় উপকূলীয় পৌরসভায় কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে। নির্বাচন উপলক্ষে ৩১ ডিসেম্বর পর্যন্ত পৌরসভা এলাকায় বিশেষ নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিজিবি-র্যাব-কোস্টগার্ড ও পুলিশ। ভোটারদের নির্বিঘেœ ভোট দেয়া, ফলাফল ঘোষণা ও নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধে এই নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন।
এ নির্বাচনে তিন হাজার ৫৫৫ টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ হবে। এসব ভোটকেন্দ্রে বুথের সংখ্যা ২১ হাজার ৫৭১ টি। এ হিসাবে প্রতি কেন্দ্রে একজন করে তিনি হাজার ৫৫৫ জন প্রিজাইডিং অফিসার, প্রতি বুথে একজন করে ২১ হাজার ৭১ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং প্রতি বুথে দুইজন করে ৪২ হাজার ১৪২ জন পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। ভোট গ্রহণ করবেন মোট ৬৬ হাজার ৭৬৮ জন কর্মকর্তা। এ নির্বাচনে পুরুষ ভোটার ৩৫ লাখ ৫২ হাজার ২৮৪ জন এবং নারী ভোটার ৩৫ লাখ ৪৬ হাজার ৮৬০ জন।
এসব পৌরসভায় তিন হাজার ৫৫ ৫ টি কেন্দ্রের মধ্যে এক হাজার ১৮৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ইসি। নির্বাচনের জন্য ২৩৪ টি পৌরসভায় সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফলে নির্বাচনী এলাকায় সকল অফিস বন্ধ থাকবে।