Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24খোলা বাজার২৪,বুধবার, ৩০ ডিসেম্বর ২০১৫: মোহাম্মদ শাহজাদ তুলে নিলেন স্মরণীয় এক সেঞ্চুরি। ১৩৩ বলে ১৩১ রানে রইলেন অপরাজিত। আফগানিস্তানের ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলে দলকে এনে দিলেন আরো স্মরণীয় এক জয়। মঙ্গলবার শারজায় দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ১৪ বল হাতে রেখে ৪ উইকেটে হারালো আফগানরা।
তাতে ৫ ম্যাচের সিরিজে ২-০ তে লিড নিলো তারা। আগে ব্যাট করে ক্রেগ আরভিন (৭৩) ও পিটার মুরের (৫০) ফিফটিতে ভালো একটি সংগ্রহ পেয়েছিল জিম্বাবুয়ে। তারা ৭ উইকেটে করেছিল ২৫৩ রান। এরপর আফগানদের ঘোরতর বিপদের মধ্যে ফেলেও জয় তুলে নিতে পারেনি তারা। শাহাজাদের বীরত্বে ৬ উইকেটে আফগানরা করে ফেলে ২৫৪ রান। রান তাড়া করতে নেমে ভালো ভাবেই এগিয়ে যায় আফগানিস্তান। ৮২ রান আসে শাহজাদ ও নুর আলি জারদানের (৩১) উদ্বোধনী জুটিতে। শাহাজাদের ব্যাট শুরু থেকেই দারুণ চলছিল।
দ্বিতীয় উইকেটে শাহজাদ সঙ্গী হেসেবে মোহাম্মদ নবিকে (৩৩) পান। এই জুটিতে আসে ৮৭ রান। তারপরই বিপদে পড়ে আফগানরা। এই পর্যায়ে টানা তিন ওভারে তিন উইকেট তুলে নেন জিম্বাবুয়ের অধিনায়ক পেসার এল্টন চিগুম্বুরা। তাতে ১ উইকেটে ১৬৯ রানের আফগানিস্তান ১৯৮ রানে ৬ উইকেট হারানো দল হয়ে যায়। কিন্তু হাল ছাড়েননি শাহজাদ। মিরওয়াইস আশরাফের (অপরাজিত ২৬) সাথে জুটি বেধে দলকে নিয়ে গেছেন দারুণ এক জয়ের বন্দরে। ইনিংসে ৭টি চার ও ৮টি ছক্কা মেরেছেন শাহজাদ।