খোলা বাজার২৪,বুধবার, ৩০ ডিসেম্বর ২০১৫: তাঁর আত্মীয়র পদোন্নতির জন্য ঘুষ চেয়েছিলেন মিউনিসিপ্যাল কমিশনার। এই অভিযোগেই অফিসের মধ্যেই কমিশনারকে চড় মারলেন এক নারী। প্রিয়া গুপ্তা নামে ওই কংগ্রেস কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ওই নারীর অভিযোগ, নিকট আত্মীয়ের পদোন্নতি করে দেওয়ার জন্য ভারতের মহারাষ্ট্রের এক মিউনিসিপ্যাল কমিশনার যুবরাজ ভাড়ানে তাঁর কাছে ঘুষ চেয়েছিলেন। এরপরই কমিশনারের অফিসে গিয়ে ঝামেলা করার পাশাপাশি তাঁকে চড়ও মারেন তিনি।
পরে ওই অফিসারের বিরুদ্ধে অভিযোগ জানাতে থানায় যান ওই নারী। এই পুরো ঘটনাটিই অফিসে লাগানো সিসি ক্যামেরায়-তে ধরা পড়ে। আর তা প্রকাশ্যে আসতেই সেখানকার কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে আজ ধর্মঘটেরও ডাক দিয়েছে তাঁরা। ওই নারীর বিরুদ্ধে পালটা অভিযোগ দায়ের করেছেন ওই মিউনিসিপ্যাল কমিশনার। ভিডিও সৌজন্য এবিপি