খোলা বাজার২৪,বুধবার, ৩০ ডিসেম্বর ২০১৫: পঞ্চগড় পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র তৌহিদুল ইসলাম পুনরায় জয়লাভ করেছেন। বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুল আলম এ ফলাফল ঘোষনা করেন।
বিজয়ী তৌহিদুল ইসলাম ধানের শীষ প্রতীকে ১৩ হাজার ৮৬৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের জাকিয়া খাতুন নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৭৯৮ ভোট।
এ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বী অন্য দুই প্রার্থীর মধ্যে জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল খালেক স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতীকে ১ হাজার ৮৯২ ভোট ও জাসদের আব্দুল মজিদ বাবুল মশাল প্রতীকে ৪৯৭ ভোট পেয়েছেন।
এ পৌরসভায় মোট ভোটার ৩০ হাজার ৭৭৫ জন। মোট ১৩ টি ভোটকেন্দ্রের সবকটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।