খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০১৫: ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি হয়েছেন ভারতের বর্ষসেরা ক্রিকেটার। পল্লি উমরিগড় পুরস্কার দেয়া হবে তাকে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ২০১৪-১৫ সময়কালে কোহলিকে সেরা ক্রিকেটার ঘোষণা করেছে। মিতালি রাজ এই সময়কালের বর্ষসেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। তিনি পাবেন এমএ চিদাম্বারাম পুরস্কার। ৫ জানুয়ারি মুম্বাইয়ে পুরস্কার দেয়া হবে। কোহলি পাবেন ৫ লাখ রূপির চেকও। কোহলির জন্য এটি দ্বিতীয়বারের মতো বর্ষসেরার পুরস্কার। ২০১১-১২ সালেও এই পুরস্কার জিতেছিলেন তিনি। এই পুরস্কারের সাবেক বিজয়ীরা হলেন শচীন টেন্ডুলকার (২০০৬-০৭, ২০০৯-১০), বীরেন্দর শেবাগ (২০০৭-০৮), গৌতম গাম্ভির (২০০৮-০৯), রাহুল দ্রাবিড় (২০১০-১১), রবিচন্দ্রন অশ্বিন (২০১২-১৩), ভুবনেশ্বর কুমার (২০১৩-১৪)।
২৭ বছরের কোহলি ২০১৪’র শেষ দিকে অস্ট্রেলিয়া সফরের সময় ভারতের টেস্ট দলের নেতৃত্ব পান। তার নেতৃত্বে ভারত দল ২২ বছর পর শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ জেতে। এরপর র্যাঙ্কিংয়ের ১ নম্বর দল দক্ষিণ আফ্রিকাকেও তার দল ৯ বছর পর দেশের বাইরে (ভারতে) সিরিজ হারের স্বাদ দেয়। কোহলি নিজেও পারফর্ম করেছেন। ১৫ টেস্ট ইনিংসে ৪২.৬৭ গড়ে ৬৪০ রান করেছেন। ২০ ওয়ানডেতে ৩৬.৬৫ গড়ে করেছেন ৬২৩ রান। ভারতের সাবেক উইকেটকিপার সৈয়দ কিরমানি পাবেন আজীবন সম্মাননা। রঞ্জি ট্রফি, ইরানি কাপ ও বিজয় হাজারে ট্রফি (২০১৪-১৫) জয়ের জন্য কর্নাটক সেরা রাজ্য হয়েছে। রঞ্জি ট্রফির লালা অমরনাথ বর্ষসেরা অল রাউন্ডারের পুরস্কার পাবেন মধ্য প্রদেশের জালাজ সাক্সেনা। বরোদার দিপক হুডা ঘরোয়া ক্রিকেটের সীমিত ওভারের সেরা অল রাউন্ডার হয়েছেন। কর্নাটকের রবিন উথাপ্পা রঞ্জি ট্রফির সর্বোচ্চ রান সংগ্রাহক ও বিনয় কুমার সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের পুরস্কার পাবেন।