খোলা বাজার২৪,শনিবার, ২ জানুয়ারি ২০১৬: শুক্রবার দক্ষিণ আফ্রিকা দলের নেটে ছিলেন তিনি। ব্যাটসম্যানদের সাথে নানা বিষয় নিয়ে কথা বলেছেন গ্রায়েম স্মিথ। শনিবার ইংল্যান্ডের বিপক্ষে কেপটাউনের দ্বিতীয় টেস্ট শুরুর আগে ব্যাটসম্যানদের সাথে অভিজ্ঞতা দেয়া নেয়া হলো। কিন্তু স্মিথ বলছেন, তিনি এখনো দক্ষিণ আফ্রিকার ব্যাটিং উপদেষ্টার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে নেননি। যদিও দক্ষিণ আফ্রিকা আগেই জানিয়েছে, তার স্মিথকে এই দায়িত্বটা দিয়েছে। ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া ৩৪ বছরের স্মিথ দলের সাম্প্রতিক পারফরম্যান্সের তীব্র সমালোচনা করেছিলেন।
সাবেক এই অধিনায়ক দলের প্রয়োজনে অবসর ভেঙ্গে খেলায় ফেরার ইঙ্গিতও দিয়েছিলেন। ডারবান টেস্ট ইংল্যান্ডের কাছে বাজে হারের পর তাকে সিরিজের শেষ পর্যন্ত দায়িত্ব দেয়ার কথা জানায় প্রোটিয়া বোর্ড। শনিবার স্মিথ বলেছেন, তার আরো অনেক কাজ আছে। তিনি প্রতিশ্র“তিবদ্ধ ওইসব কাজে। তাই এখনো বিবেচনা করে দেখছেন আদৌ দায়িত্বটা তিনি নিতে পারবেন কি না। বিবিসি’র টেস্ট ম্যাচ স্পেশাল নিয়ে বিশেষজ্ঞের কাজ করেন স্মিথ। স্মিথ বলেছেন, “ডারবানে আমাকে বলা হয় নতুন বছরের দিনে খেলোয়াড়দের সাথে অনুশীলন সেশনে যোগ দিতে। তাদের সাথে সময় কাটালে হয়তো কিছু সহায়তা হবে। কিন্তু গতকাল (শুক্রবার) এখানে আসার পর তারা আমাকে আরেকটু লম্বা সময় কাজ করতে বলে। এটা কেবল কালই আমাকে বলা হয়েছে। আমাকে তা বিবেচনা করতে বলা হয়েছে। আমার আরো কিছু কাজ আছে। এটা নিয়ে ভাবতে হবে।” স্মিথ খেলেছেন ১১৭ টেস্ট। এর ১০৯টিতে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি।