খোলা বাজার২৪, রবিবার, ৩ জানুয়ারি ২০১৬:তোফাজ্জল হোসেন : বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের ছলমা গ্রামে প্রতিষ্ঠিত ঐতিহ্যাবাহী লোকনাথ বাবার মন্দির ও শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে হামলা চালিয়ে দুস্কৃতিকারীরা কৃষ্ণের মুকুট ও বাম হাত , রাধা-রাণীর মুকুট , গৌর-নিতাইয়ের ডান হাত, অদ্বৈত্যের ডান গুড়া , গদাধরের দুই হাত ও শ্রীবাস মূর্তির দুই হাত ভেঙ্গে দুমরে মুচরে চুরমার করে দিয়েছে। এছাড়া মন্দিরে রক্ষিত একটি রাধাকৃষ্ণের বাঁশী ,একটি বাঁধানো বড় ছবি, পিতলের একটি ঘন্টা ও ফল কাটার লোহার তৈরীর একটি দা ও নগদ টাকা সহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। মন্দিরের সেবাইত অঞ্জলী রানী প্রতিদিনের ন্যায় পূজাঅর্চনা করে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ঘুম থেকে উঠে তিনি এঅবস্থা দেখে মন্দির কর্তৃপক্ষ ও এলাকাবাসীকে জানান। এব্যাপারে গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস বাদী হয়ে গত ৩১ ডিসেম্বর বেলাব থানায় মামালা দায়ের করেছেন।
এঘটনায় পূজা উদযাপন কমিটির সভাপতি রঞ্জিত কুমার সাহা ,সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা, বেলাব উপজেলা শাখার সভাপতি সুভাষ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন বিশ্বাস তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনার সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারের দাবী জানান।