খোলা বাজার২৪, রবিবার, ৩ জানুয়ারি ২০১৬: নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের আসামি র্যাব-১১ এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুকে ব্যথা অনুভব করায় রোববার দুপুর ২টার দিকে তাকে হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপারিনটেন্ডেন্ট মো. জাহাঙ্গীর কবির।
তিনি বলেন, কয়েকদিন ধরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন এই আসামি।
তারেক সাঈদ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাতা।
সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল তারেক র্যাবে ছিলেন। ২০১৪ সালে নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত্যায় র্যাবের সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর তাকে চাকরিচ্যুত করা হয়।
এরপর আদালতের আদেশে গ্রেপ্তার করা হয় তারেক সাঈদকে।
তারেক সাঈদ ছাড়াও র্যাব-১১ এর তৎকালীন কর্মকর্তা আরিফ হোসেন ও এম এম রানা এই মামলায় গ্রেপ্তার হয়ে বিচারের মুখোমুখি। তাদেরও সেনা ও নৌবাহিনী থেকে চাকরিচ্যুত করা হয়।