Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
imagesখোলা বাজার২৪, সোমবার, ৪ জানুয়ারি ২০১৬: রাতে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে গুলশানে তার রাজনৈতিক কার্যালয় বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চেয়ারপার্সনের প্রেস উইংয়ের কর্মকর্তা সায়রুল কবির খান।
বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ ঢাকায় অবস্থানরত শীর্ষ নেতারা অংশ নেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, ৫ জানুয়ারি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির দিন বিএনপির সমাবেশের অনুমতি না পেলে দলের করণীয় বিকল্প কর্মসূচি ও পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে বৈঠকে।