Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

32খোলা বাজার২৪, সোমবার, ৪ জানুয়ারি ২০১৬: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৫ জানুয়ারি কোথাও সমাবেশ করার অনুমতি না পেলেও সাংঘর্ষিক কোনো কর্মসূচি দেবে না বিএনপি। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে বিএনপিকে অনুমতি দেবে। মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। বিএনপি কখনো সহিংসতায় বিশ্বাস করে না।
আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে চাই। আমরা এখনও আশাবাদী সরকার বিএনপিকে শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অনুমতি দেবে। এর আগে সকালে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর বিএনপি নেতাদের সাথে সমাবেশ পূর্ব এক প্রস্তুতি সভা করেন মির্জা ফখরুল। দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে, বিএনপির শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি দেওয়ার আহ্বানও জানান ফখরুল। তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সম্ভব না হলে তার দল নয়াপল্টনে সমাবেশের জন্য প্রস্তুত আছে। সোহরাওয়ার্দী অথবা নয়াপল্টনে সমাবেশের অনুমতির বিষয়ে কর্তৃপক্ষ এখনও কিছু বলেনি। আমরা বিশ্বাস করি, সরকার সমাবেশ করার জন্য সব ধরনের সহযোগিতা করবে।