Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31খোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ জানুয়ারি ২০১৬: বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে অংশ নিতে মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। রাসেল স্কয়ারের সমাবেশেও বাড়ছে জনসমাগম। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের পাশে সমাবেশের মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চে কেন্দ্রীয় ও নগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত হয়েছেন।
সমাবেশে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশ নিচ্ছেন। দুপুর ২টার দিকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ কেন্দ্রীয় নেতারা সমাবেশে যোগ দেন। সমাবেশ শুরুর আগে হানিফ বলেন, সমাবেশ থেকে একটি অসাম্প্রদায়িক, সমৃদ্ধ দেশ গড়ার বিষয়ে দেশবাসীর সহযোগিতার আহ্বান জানানো হবে।
তিনি বলেন, বিএনপি তাদের ভুলের খেসারত দিচ্ছে। তাদের প্রতি জনগণের আস্থা এবং সমর্থন নেই। তিনি বলেন, মানুষের ভোটের অধিকার হরণ করেছে বিএনপি। কারণ তারা নির্বাচনে অংশ না নিয়ে মানুষকে ভোট থেকে বঞ্চিত করেছে।