Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

44খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ৭ জানুয়ারি ২০১৬: ব্রিটেনের লটারিতে জ্যাকপট বিজয়ী একটি টিকেট যার পুরস্কারের অর্থের পরিমাণ পাঁচ কোটি ৪০ লক্ষ পাউন্ড (বাংলাদেশী টাকায় ৫৭০ কোটি টাকারও বেশী) তার কোন দাবিদার না থাকায় সেই অর্থ পরবর্তী লটারিতে যুক্ত হয়েছে। খবর-বিবিসি’র।
ন্যাশনাল লটারি পরিচালনাকারী প্রতিষ্ঠান ক্যামেলট বলছে, বুধবারের এই ড্রতে জ্যাকপট বিজয়ী না থাকায় শনিবার যে ড্র হবে তার পরিমাণ দাঁড়াবে পাঁচ কোটি ৭৮ লক্ষ পাউন্ড।
ন্যাশনাল লটারিতে প্রায়শই বিজয়ী টিকেটের মালিককে খুঁজে পাওয়া যায় না। অনেক সময় লোকে টিকেট কিনে তার নম্বর মেলাতে ভুলে যায়, কিংবা টিকেট হারিয়ে ফেলে অথবা টিকেটসহ পোশাক চলে যায় ধোলাইতে।
ন্যাশনাল লটারিতে সবচেয়ে বেশি অর্থ জয়ের ঘটনা ঘটেছিল ২০০৪ সালে।
বেলফাস্ট শহরে আইরিস জেফ্রি নামে এক মহিলা দুই কোটি ১০ লক্ষ পাউন্ড জ্যাকপট জিতেছিলেন। বাংলাদেশী টাকায় সেই অর্থের পরিমাণ ছিল প্রায় ২২৮ কোটি টাকা।