খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ৭ জানুয়ারি ২০১৬: একটু ‘দুষ্টুমি’ করতে গিয়ে ভালোই ফেঁসে গেছেন ওয়েস্ট ইন্ডিজের মারমুখী ব্যাটসম্যান ক্রিস গেইল। অস্ট্রেলিয়ার এক নারী সাংবাদিককে ডেটিংয়ের প্রস্তাব দিয়ে গুনেছেন ১০ হাজার ডলার জরিমানা। যে অস্ট্রেলিয়ান সাংবাদিকের সঙ্গে দুষ্টুমি করে বিপাকে পড়েছেন, সেই মেলানি ম্যাকলফলিন ব্যাপারটা চুকিয়ে ফেললেও আরো অনেকে নতুন করে অভিযোগ তুলেছেন গেইলের বিরুদ্ধে। একের পর এক অভিযোগে জর্জরিত হয়ে এবার গেইলও ফুঁসে উঠেছেন। মামলার হুমকি দিয়েছেন অস্ট্রেলিয়ার গণমাধ্যম ফেয়ারফ্যাক্স মিডিয়ার বিরুদ্ধে।
ম্যাকলফলিনের সঙ্গে গেইলের সেই আচরণের পর ক্যারিবিয়ান এই ক্রিকেটারের বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ তুলেছিলেন অস্ট্রেলিয়ার আরেক নারী। গত বছর বিশ্বকাপের সময় ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে কাজ করতে গিয়ে তাঁকে নাকি পড়তে হয়েছিল ভীষণ বিব্রতকর অবস্থার মধ্যে। সে ঘটনার বর্ণনা দিয়ে ফেয়ারফ্যাক্স মিডিয়াকে তিনি বলেছিলেন, “গেইলের সঙ্গে তখন আরেকজন খেলোয়াড় ছিলেন।
হঠাৎ তিনি (গেইল) তোয়ালে নামিয়ে তাঁর পুরুষাঙ্গ আংশিক প্রদর্শন করে আমাকে জিজ্ঞেস করলেন, ‘আপনি কি এটার খোঁজ করছেন?’ কথাটা শুনে আমি হতভম্ব হয়ে পড়েছিলাম। আর সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে এসেছিলাম।”
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন গেইল। আর এ ধরনের খবর প্রকাশ করার জন্য ফেয়ারফ্যাক্স মিডিয়ার বিরুদ্ধে মামলা করারও হুমকি দিয়েছেন তিনি। গেইলের ম্যানেজার সিমন আউতেরি এক বিবৃতিতে বলেছেন, ‘গত বছর বিশ্বকাপের সময় যে ঘটনা নিয়ে অভিযোগ উঠেছিল, সে রকম কিছুই ঘটেনি বলে বারবার বলেছেন গেইল। কিন্তু তার পরও ফেয়ারফ্যাক্স মিডিয়া এ ধরনের মিথ্যা ও কল্পিত অভিযোগের খবর প্রকাশ করেই যাচ্ছে, যেগুলো বিশ্বজুড়ে অনেক জায়গায় পুনঃপ্রকাশিত হচ্ছে। ফলে এখন গেইল ফেয়ারফ্যাক্স মিডিয়ার বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে তিনি যোগাযোগ করেছেন অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় আইনজীবী মার্ক ও’ব্রায়েনের সঙ্গে।’
অস্ট্রেলিয়ার আরো দুই নারী সাংবাদিকও সম্প্রতি গেইলের বিরুদ্ধে তুলেছিলেন অপ্রীতিকর আচরণের অভিযোগ।