Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

43খোলা বাজার২৪, শুক্রবার, ৮ জানুয়ারি ২০১৬: যুক্তরাষ্ট্রে পাচারের পথে রাস্তার মধ্যে ফেলে যাওয়া ১৫ বাংলাদেশিকে খুঁজে পাওয়ার কথা জানিয়েছে নিকারাগুয়ার পুলিশ।
সান রাফায়েল দেল সুর শহরের পুলিশ কমিশনার লিওনাইডাস রোকির বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, কোস্টারিকা থেকে হন্ডুরাস হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য দালালদের সহযোগিতায় নিকারাগুয়ায় ঢুকেছিলেন ওই বাংলাদেশিরা।
সব কিছু কেড়ে নিয়ে দালালরা তাদের ফেলে রেখে চলে যায়। ওই অবস্থায় তিন দিন পায়ে হেঁটে নিকারাগুয়া পার হওয়ার সময় রাজধানী মানাগুয়ার ২০ কিলোমিটার দক্ষিণে এক মহাসড়কে পুলিশ তাদের খুঁজে পায়।
লিওনাইডাস রোকি বৃহস্পতিবার স্থানীয় সাংবাদিকদের ১৫ বাংলাদেশিকে উদ্ধারের এই খবর দেন।
স্থানীয় অনলাইন পত্রিকা এল নুয়েভো ডিয়ারিও লিখেছে, উদ্ধার ১৫ জনের সবার বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। এদের মধ্যে আলী নামের একজন ভাঙা ভাঙা স্প্যানিশ বলতে পারেন।
আলীকে উদ্ধৃত করে নিকারাগুয়ার পুলিশ কর্মকর্তারা স্থানীয় সাংবাদিকদের বলেছেন, দালালরা নিকারাগুয়া পার করে দেওয়ার কথা বলে ওই দলের প্রত্যেকের কাছ থেকে ১০০ থেকে ৫০০ ডলার পর্যন্ত আদায় করেছে।
এল নুয়েভো ডিয়ারিও’র প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক পরিস্থিতির কারণে আলী বাংলাদেশ ছেড়েছেন বলে পুলিশকে জানিয়েছেন। তিনি বলেছেন, তাদের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র।
নিকারাগুয়ার পুলিশ তাদের আপাতত একটি অভিবাসী আশ্রয়কেন্দ্রে রেখেছে। তাদের মধ্যে কয়েকজন পেটের পীড়া ও পানিশূন্যতায় ভুগছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।