খোলা বাজার২৪,শনিবার, ৯ জানুয়ারি ২০১৬: বিশ্ব ইজতেমার ময়দানে প্রতি বছরের ন্যায় এবারও যৌতুক বিহীন শতাধিক জোড়া বিয়ে সম্পন্ন হবে বলে জানা গেছে।
আজ শনিবার ইজতেমার দ্বিতীয় দিন বাদ আছর ইজতেমার বয়ান মঞ্চের পাশেই বসবে যৌতুকবিহীন বিয়ের আসর। কনের সম্মতি ও তার অনুপস্থিতিতে বর এবং কনে পক্ষের লোকজনের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ওই বিয়ে।
অভিভাবকরা দম্পতিদের নাম তালিকাভুক্ত করান। বিয়ের পর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হবে।