খোলা বাজার২৪, রবিবার, ১০ জানুয়ারি ২০১৬: ৮ফোন নিয়ে এমনই মশগুল ছিলেন যে সামনে কী আছে তাঁর খেয়ালই ছিল না। আর তার জন্য বেঘোরে প্রাণ গেল এক নারীর। চীনের ওয়েনঝৌ-এর ঘটনা। ওই নারী ফোন ঘাঁটতে ঘাঁটতে হাঁটছিলেন। খেয়ালই করেননি তিনি ধীরে ধীরে খালের পাড়ের ধারে চলে গিয়েছেন।
ব্যাস, পা পিছলে পড়ে একেবারে খালের পানিতে। হাবুডুবু খেতে খেতে ৬০ সেকেন্ডের কম সময়েই খালের পানিতে তলিয়ে যান ওই নারী। এই ঘটনা ধরা পড়েছে একটি বাড়ির সিসিটিভি ফুটেজে।