খোলা বাজার২৪, রবিবার, ১০ জানুয়ারি ২০১৬: পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে ২৬ ডিসেম্বর ইরানি বিপ্লবী রক্ষীদলের যুদ্ধজাহাজ থেকে রকেট নিক্ষেপ করার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র নৌবাহিনী।
শনিবার প্রকাশ করা সাদা-কালো এই ভিডিও ফুটেজটি যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার থেকে ধারণ করা হয়েছে বলে জানানো হয়েছে।
ইরানি বিপ্লবী রক্ষীদলের যুদ্ধজাহাজ থেকে ছোঁড়া অনিয়ন্ত্রিত কয়েকটি রকেট ওই মূহুর্তে হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করতে থাকা যুক্তরাষ্ট্রের একটি নৌবহরের কাছে গিয়ে পড়েছে বলে দাবি করেছিল যুক্তরাষ্ট্র। ওই নৌবহরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানও ছিল।
যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান। ফাইল ছবি: রয়টার্স যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান। ফাইল ছবি: রয়টার্স ৩১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্বীকার করে ইরান জানায়, যুক্তরাষ্ট্র যেরকম দাবি করেছে তাদের বিপ্লবী রক্ষী বাহিনী সেভাবে রকেট ছোঁড়েনি।
বিপ্লবী রক্ষী বাহিনীর এক মুখপাত্র যুক্তরাষ্ট্রের দাবিকে ‘মিথ্যা’ অভিযোগ বলে উড়িয়ে দেন।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, অবলোহিত ওই রাডার ফুটেজ দেখিয়েছে ২৬ ডিসেম্বর ইরানি ‘উপকূল রক্ষায় নিয়োজিত একটি জাহাজ’ থেকে রণতরী ট্রুম্যান, নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র সজ্জিত যুদ্ধজাহাজ ইউএসএস বালকেলি, ফরাসি নৌবাহিনীর ফ্রিগেট এফএস প্রোভেন্স এবং ব্যস্ত জলপথের কয়েকটি বাণিজ্যিক জাহাজের ‘খুব কাছে’ কয়েকটি রকেট ছোঁড়া হচ্ছে।
ইরানের নিউক্লিয়ার কর্মসূচী নিয়ে গত বছর যুক্তরাষ্ট্রসহ ছয় বিশ্বশক্তির সঙ্গে দেশটির একটি আন্তর্জাতিক চুক্তি হওয়া সত্বেও এই বিতর্ক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান উত্তেজনার প্রকাশ ঘটিয়েছে।
৩০ সেকেন্ডের এই ভিডিওটি যুক্তরাষ্ট্রের একটি সিহক হেলিকপ্টার থেকে ধারণা করা হয়েছে বলে বলা হয়েছে।