খোলা বাজার২৪,মঙ্গলবার,১২জানুয়ারি ২০১৬: আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন সুমিতা দেবী। একটি অরক্ষিত লেভেল ক্রসিং পার করার সময়ে ছুটন্ত ট্রেনের সামনে পড়ে যান তিনি। সেই সময় একদিক থেকে একটি ট্রেন আসছিল। অন্য লাইনে দাঁড়িয়েছিলেন সুমিতাদেবী। কিন্তু ওই লাইনেও যে ট্রেন আসছে, তা খেয়াল করেননি। পাশের লাইনে দিয়ে যাওয়া ট্রেনের শব্দে শুনতে পাননি আর একটি ট্রেনের আওয়াজ। দ্বিতীয় ট্রেনটি যখন প্রায় কাছে চলে এসেছে, তখনই সেটিকে খেয়াল করেন তিনি। কিন্তু তখন আর অন্য দিকে যাওয়ার সময় নেই।
চট করে লাইনের উপরেই শুয়ে পড়েন তিনি। তাঁর উপর দিয়ে পার হয়ে যায় একটি মালগাড়ির ৫৬টি ওয়াগন। জড়ো হয়ে যান আতঙ্কিত মানুষ। কিন্তু ট্রেনটি যাওয়ার পরে দেখা যায়, বিন্দুমাত্র আঁচড় লাগেনি সুমিতাদেবীর গায়ে। পুরো দৃশ্যটি নিজের মোবাইলে তুলে রাখেন প্রকাশ মাহাতো নামে এক ব্যক্তি।