Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

36খোলা বাজার২৪,মঙ্গলবার,১২জানুয়ারি ২০১৬: স্বামীর পেতে রাখা গোপন ক্যামেরায় শাশুড়িকে পেটানোর ফুটেজ দেখে এক মহিলাকে আটক করেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের পুলিশ। স্ত্রীর অত্যাচারী স্বভাবের প্রমাণ দিতে ঘরে সিসিটিভি ক্যামেরা বসিয়েছিলেন সঙ্গীতা জৈনের স্বামী সন্দীপ জৈন। ।
৭০ বছরের বৃদ্ধা শাশুড়ি রাজ রানী জৈনকে পেটানোর ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে উত্তর প্রদেশের বিনজোর জেলা পুলিশ ব্যবস্থা নেয়। ফুটেজটি সপ্তাহ খানেক আগের হলেও পুলিশ আজ (মঙ্গলবার) সঙ্গীতা জৈনকে আটক করেছে। পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, “স্বামী স্ত্রী এবং শাশুড়িরে মধ্যে রাত দিন ঝগড়া মারামারি হতো ঐ পরিবারে।” সন্দীপ জৈন অভিযোগ করেছেন সাত বছর আগে বিয়ের পর থেকেই তার পরিবারের ওপর তার স্ত্রী নানাভাবে অত্যাচার শুরু করে। তবে সেই অত্যাচারের অভিযোগ করতে তিনি এত বছর কেন অপেক্ষা করলেন – তার কোনও সদুত্তর সন্দীপ জৈন দিতে পারেননি।
শাশুড়িতে হত্যার চেষ্টায় অভিযুক্ত সঙ্গীতা জৈন এখন পর্যন্ত সিসিটিভি ফুটেজ সম্পর্কে কোন কথা বলেননি। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায় এক মহিলা বিছানায় লেপ গায়ে দেওয়া এক বৃদ্ধাকে চড় থাপ্পড় মারছে, তাকে টেনে হিঁচড়ে নামানোর চেষ্টা করছে। কখনো কখনো বৃদ্ধার কণ্ঠ চেপে ধরতেও দেখা গেছে। হাসপাতালে ভর্তি হওয়া রাজ রানী জৈন অভিযোগ করেছেন, ” আমার পুত্রবধূ আমার গলা টিপে মারার চেষ্টা করেছিল। আমার দিকে সে পাথর ছুড়ে মেরেছিল ফুটেজ দেখে ইন্টারনেটে বহু মানুষ ক্রদ্ধ প্রতিক্রিয়া দিচ্ছেন। জেলা পুলিশের কর্মকর্তা দলজিত সিং জানিয়েছেন, তারা এই ঘটনা তদন্ত করছেন।