Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

55খোলা বাজার২৪,মঙ্গলবার,১২জানুয়ারি ২০১৬: ফিক্সিং ইস্যুতে কোনো প্রকারের ছাড় দিচ্ছেন না ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ফিক্সিং সম্পর্কিত যেকোনো ইস্যুতে শাস্তির বিষয়ে অনড় আইসিসি।
ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা গোপনের অভিযোগে শাস্তির বিধান রেখেছে আইসিসি। এ শাস্তির মুখোমুখি হতে হল হংকং ক্রিকেট দলের অলরাউন্ডার ইরফান আহমেদকে। ফিক্সিংয়ের প্রস্তাব গোপন রাখায় ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন না ইরফান আহমেদ। তাকে সায়মিক নিষিদ্ধ করেছে আইসিসি।
তবে কড়া নজরদাড়িতে আছেন ইরফান। ফিক্সিংয়ের প্রস্তাবে সম্মতি দেওয়া কিংবা ফিক্সিংয়ে যুক্ত থাকার অভিযোগ প্রমাণিত হলে ২ থেকে ৫ বছরের জন্যে নিষিদ্ধ হতে পারেন এ তরুণ অলরাউন্ডার। হংকংয়ের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া ২৬ বছর বয়সি এ ক্রিকেটার জাতীয় দলের হয়ে ৬ ওয়ানডে ও ৮ টি-টোয়েন্টি খেলেছেন।