খোলা বাজার২৪, বুধবার, ১৩ জানুয়ারি ২০১৬: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই সর্বশেষ হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানোয় উত্তর কোরিয়ার সম্ভাব্য সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে চীনের প্রতি বুধবার আহবান জানিয়েছেন।
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন তার বিজ্ঞানীদের যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম এমন শক্তিশালী পারমানবিক বোমা বানানোর কথা বলার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট এ আহবান জানালেন।
পার্ক উত্তর কোরিয়ার গত সপ্তাহের হাইড্রোজেন বোমার পরীক্ষাকে একটি বড় ধরনের উস্কানি হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, বিশ্ব শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে এটি একটি অগ্রহণযোগ্য চ্যালেঞ্জ।
বার্ষিক এক সংবাদ সম্মেলনে পার্ক বলেন, উত্তর কোরিয়ার গত সপ্তাহের পরীক্ষার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। কারণ, তাদের এ পরীক্ষা আগের যেকোন পরীক্ষা থেকে আলাদা ছিল।