খোলা বাজার২৪, বুধবার, ১৩ জানুয়ারি ২০১৬: দেশবাসীর উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণ জাতিকে হতাশ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী রুটিন মাফিক বক্তব্য দিয়েছেন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, গত দুই বছর ছিল গণতন্ত্র নির্বাসনের বছর। দলীয় করণের বছর।
সব রাজনৈতিক দলকে বাদ দিয়ে ৫ জানুয়ারি অদ্ভুত সরকার গঠন করে গণতন্ত্র হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।