Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

36খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০১৬: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষকদের দাবি গ্রহণযোগ্য। এ দাবি বাস্তবায়নের জন্য ইতিমধ্যে শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করেছি। শিগগিরই তাদের দাবি পূরণ হবে।
আজ বৃহস্পতিবার সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) আয়োজিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষকদের অরিয়েন্টশন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি গ্রহণযোগ্য। তাদের দাবি বাস্তবায়নের জন্য শিক্ষাসচিবকে দায়িত্ব দেয়া হয়েছে। আশা করছি, শিগগিরই তাদের দাবি পূরণ হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে দুর্গম এলাকায় শিক্ষার্থীদের পরীক্ষায় ফেল করার বিষয়ে তিনি বলেন, মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার সময় এসএসসি ও সমানের পরীক্ষায় অর্ধেকের বেশি শিক্ষার্থী ইংরেজি, গণিত ও বিজ্ঞানে ফেল করতো। যে কারণে ফেলের হার বেশি ছিলা।
এসময় মন্ত্রী আরো জানান, আমারা শিক্ষার্থীদের ফেলের কারণ অনুসন্ধান করে দেখেছি দুর্গম এলাকায় শিক্ষার্থীরা তিনটি বিষয়ে দুর্বল। আর তাই সেকায়েপ প্রকল্পের মাধ্যমে ২০১৫ সালে দুর্গম এলাকার চারশত স্কুলে ২৫,০০০ টাকা বেতন দিয়ে ২,৪০০ জন মেধাবী শিক্ষক নিয়োগ দিয়েছিলাম। তিনটি বিষয়ে তারা ১ লাখ ৫৪ হাজার অতিরিক্ত ক্লাস করেছে। যার কারণে এখন ইংরেজি, গণিত ও বিজ্ঞানে শিক্ষার্থী ফেলে কমেছে। এর ফলে পাসের হার ও বিজ্ঞানে শিক্ষার্থী বাড়ছে।
২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে আরো ২,০০০ স্কুলে এ প্রকল্পের অধীনে নিয়ে আসা হবে, জানান শিক্ষামন্ত্রী। অরিয়েন্টশনের উদ্বোধনী অনুষ্ঠানে সেকায়েপ প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- শিক্ষা সচিব মো. সোহবার হোসেন ও মাউশির মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন প্রমুখ।