খোলা বাজার২৪, শুক্রবার, ১৫ জানুয়ারি ২০১৬: ফুলবাড়িয়া উপজেলা থেকে ১৬ কিলোমিটার দূরে এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর গ্রাম। সেখানকার সিরাজ আলী শিকদারের ছেলে মাসুদ আলী শিকদার। ডাকনাম আবদুল্লাহ। এ নামেই পরিচিত তিনি এলাকায়। ইউনিয়ন পর্যায়ে বখাটে হিসেবে দুর্নাম কুড়ানো আবদুল্লাহ পুলিশ কনস্টেবল হিসেবে চাকরি পেলে গ্রামে স্বস্তি নামে। কিন্তু কিছুদিনের মধ্যেই পুরনো বন্ধুদের সহায়তায় গড়ে তোলেন বিশেষ সিন্ডিকেট। গ্রামে গেলেই আড্ডা জমান মাদক ব্যবসায়ী ও বখাটেদের সঙ্গে। আবদুল্লাহকে ঘিরেই মহড়া দেয় এলাকার দুষ্কর্মের হোতারা।
মাঝিরঘাট বাজারে মাদক আখড়া পরিচালনায় তাঁর প্রভাব রয়েছে বলে জানায় স্থানীয়রা। এলাকাবাসী ও আত্মীয়দের অভিমত, মাসুদ শিকদার ওরফে আবদুল্লাহ এর আগেও অনেক বিতর্কিত কাজ করলেও বড় শাস্তি হয়নি। পুলিশ বিভাগের পাশাপাশি গ্রামেও তাঁর প্রভাব বেড়েছে দফায় দফায়। তাঁর দ্বারা ক্ষতিগ্রস্তরাও ভয়ে মুখ খুলতে রাজি নন এলাকায়। মাসুদের পরিবারসহ আত্মীয়রা রাজনৈতিকভাবে বিএনপির লোক হিসেবেই পরিচিত। কিন্তু তারাই আবার গঠন করেছে ‘পর্যটন লীগ’। এনায়েতপুর ইউনিয়নে পর্যটন লীগ নামের সংগঠন বেশ পরিচিত। আর সেটি গঠনে এসআই মাসুদের ভূমিকা আছে বলে জানান সংশ্লিষ্টরা।
তিনি যে পরিবারে বিয়ে করেছেন সে পরিবার নিয়েও রয়েছে নানা কথা। পুলিশ কনস্টেবল হিসেবে যোগদানের সময় মাসুদের গ্রামের বাড়িতে টিনের ঘর থাকলেও এখন সোয়াইতপুর বাজারে উঠেছে পাকা বাড়ি। আর্থিক ও সামাজিক প্রভাব তাঁর ক্রমেই বাড়ছে বলে মনে করে সোয়াইতপুর গ্রামের বাসিন্দারা। এদিকে মাসুদের নির্যাতনে ভয় আর আতঙ্ক নিয়ে গোলাম রাব্বি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত রাব্বি কিছুতেই দুদচোখের পাতা এক করতে পারছেন না। চিকিৎসকের পরামর্শে ঘুমের ওষুধ খাইয়েও ঘুম পাড়ানো যাচ্ছে না তাকে। হঠাৎ করে উচ্চরক্ত চাপও বেড়ে গেছে। এলোপাতারি কিল, ঘুষিতে ঘাড়ে ও লোহার রডের আঘাতে পায়ের ব্যাথাতে বারবার কুঁকড়ে উঠছেন।
আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও সহকর্মীরা সব সময় পাশে থেকে সান্ত্বনা দিলেও ভয়ঙ্কর সেই রাতের পুলিশের দানবরূপী আচরণ ও নির্যাতনের ঘটনা কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছে না রাব্বি। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের সহকারী অধ্যাপক মনোচিকিৎসক ডা. হেলালউদ্দিন বলেন, তাদের ভাষায়, একিউট স্ট্রেস ডিজঅর্ডার (তীব্র মানসিক চাপ) জনিত সমস্যার কারণে এ ধরনের সমস্যা হয়ে থাকে। তীব্র মানসিক চাপের কারণে এ ধরনের রোগীদের স্বাভাবিক ঘুম নষ্ট হয়। চোখের সামনে পুরোনো ঘটনা বারবার ভেসে ওঠে।
মোবাইলের শব্দে কেউ কেউ ভয় পেয়ে যান। তিনি রাব্বিকে একজন মানসিক বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর পরামর্শ দেন। ময়মনসিংহের ফুলবাড়িয়ার সোয়াইতপুরে এসআই মাসুদ পরিচিত আবদুল্লাহ নামে। বখাটে ও মাদক ব্যবসায়ীদের ‘বড় ভাই’ হিসেবেই তাঁকে চেনে স্থানীয় বাসিন্দারা। পুলিশে কনস্টেবল থেকে এসআই হওয়ায় গ্রামের বাড়িতেও তাঁর দাপট বেড়েছে, টিনশেড পৈতৃক বাড়ি রেখে স্থানীয় বাজারে করেছেন প্রাচীরঘেরা পাকা বাড়ি। এলাকাবাসী ও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে এসব তথ্য।