খোলা বাজার২৪, শুক্রবার, ১৫ জানুয়ারি ২০১৬: কর্মস্থলে যাওয়ার পথে পুলিশর বেধড়ক পিটুনির শিকার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতা-কর্মীদের পরিদর্শক বিকাশ চন্দ্র দাশ (৪০) ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন। এর আগে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিজ বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে আজ শুক্রবার ভোর রাত ৪টার দিকে পুলিশর বেধড়ক পিটুনির শিকার হন বিকাশ চন্দ্র দাশ। পরে সকালেই স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
এ ঘটনায় আহতের ভাই লিটন চন্দ্র দাশের অভিযোগ, দয়াগঞ্জে নিজের বাড়ি থেকে শুক্রবার ভোর রাত ৪টার দিকে সায়েদাবাদ এলাকায় কর্মস্থলে যাচ্ছিলেন বিকাশ। মীর হাজিরবাগ এলাকায় সাদা পোশাকধারী চারজন পুলিশ তাঁকে থামার সংকেত দেন। তিনি (বিকাশ) ছিনতাইকারী ভেবে মোটরসাইকেল ফেলে দৌড় দেন।
পরে পুলিশ তাঁকে ধরে ফেলে। এ সময় তিনি পরিচয় দেওয়ার পরও পুলিশ বেধড়ক পেটায়। লাঠি ও পিস্তলের বাট দিয়ে মাথায় মেরেছে। লিটন চন্দ্র দাশ বলেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বিকাশের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে বিকেলে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।
সেখানে আইসিইউ খালি না থাকায় ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। বিকাশকে সেখানে আইসিইউতে রাখা হয়েছে। এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনীশঙ্কর কর বলেন, সেখানে পুলিশের সাদা পোশাকধারী দলের টহলের প্রয়োজন ছিল। ওটা ছিনতাইপ্রবণ এলাকা। চারজন সদস্য সেখানে উপস্থিত ছিল। এদিকে বিকাশকে পেটানোর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, যদি অন্যায়ভাবে তারা মেরে থাকে, তবে সেটা অনাকাক্সিক্ষত ঘটনা। পুলিশ সদস্যরা অন্যায়ভাবে যদি মেরে থাকে বা দোষী সাব্যস্ত হয়, তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।