Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

44খোলা বাজার২৪, শুক্রবার, ১৫ জানুয়ারি ২০১৬: পরিযায়ী পাখি স্টারলিং। ঝাঁক বেঁধে রাশিয়া ও পশ্চিম ইউরোপ থেকে ইসরাইলের পথে পাড়ি দিচ্ছে এরা। এই চলতি পথে হাজার হাজার স্টারলিংয়ের নৃত্য, মরুভূমির আকাশে অবতারণা করেছে অকৃত্রিম দৃশ্যের।
ঠিক যেন আকাশকে মঞ্চ বানিয়ে দল বেঁধে নেচে চলেছে ছোট্ট পাখিগুলো। খাবার সংগ্রহের কসরত হলেও বেশ উপভোগ্য এই নৃত্যানুষ্ঠান।
প্রতিবছর এই এলাকায় হেমন্ত থেকে বসন্তের প্রথমভাগ পর্যন্ত দেখা যায় পাখির নৃত্য। কখনও আবার পাখির ঝাঁক উড়তে থাকে অনেকটা উঁচুতে। মনে হতে পারে, আকাশ ঢেকে রয়েছে কালো মেঘে। (সময় টিভি)