Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9খোলা বাজার২৪, সোমবার, ১৮ জানুয়ারি ২০১৬ : এবারের পৌরসভা নির্বাচনে ভোট প্রদান. গ্রহণ ও গণনা প্রক্রিয়া স্বচ্ছ, সন্দেহমুক্ত ও বিশ্বাসযোগ্য ছিল না বলে মনে করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন পরবর্তী পর্যবেক্ষণ প্রতিবেদনে এ কথা জানিয়েছে সংস্থাটি। নির্বাচন পর্যবেক্ষণ না করলেও নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করে সুজন।
সংবাদ সম্মেলনে তারা বলেন, এবারের নির্বাচন ত্রুটিপূর্ণ ও অসমাপ্ত ভোটার তালিকা দিয়ে হয়েছে। গ্রেপ্তার, ভয়ভীতি ও বিভিন্ন ধরনের চাপের কারণে যারা প্রার্থী হতে চেয়েছিলেন তারা অনেকে প্রার্থী হতে হতে পারেননি। ভয়ভীতির কারণে অনেকে ভোট দিতে পারেনি। এবার মেয়র পদে প্রার্থীর সংখ্যা ছিল গড়ে ৪০৩ জন। যা আগের নির্বাচনের চেয়ে কম। এ ছাড়া নির্বাচনে ভোট প্রদান, গণনা প্রক্রিয়া স্বচ্ছ, সন্দেহমুক্ত ও বিশ্বাসযোগ্য ছিল না।
সুজন জানায়, নির্বাচনের ভোট প্রদানের হার ছিল ৭২.৯৩ শতাংশ। অথচ ২০১১ সালের নির্বাচনে এ হার ছিল ৫৮.৬৬ শতাংশ। এবারের নির্বাচনে ৫টিতে ৯০ এবং ৭৪টি পৌরসভায় ৮০ শতাংশ ভোট পড়েছে। যা অনেক অভিজ্ঞ পর্যবেক্ষকের মতে ছিল অবিশ্বাস্য। ফলে সার্বিক বিবেচনায় পৌর নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ বলা দুরুহ। এ নির্বাচন আগের নির্বাচনগুলোর ধারে কাছেও পৌঁছতে পারেনি। ৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশের নির্বাচনব্যবস্থার মানের নিম্নমুখীতার ধারাবাহিকতা শুরু হয়েছিল তা অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিগত পৌরসভা নির্বাচনে ১৭ ভাগ প্রার্থী বিদ্যালয়ের গণ্ডি পেরোতে পারেননি। ৪০.৭৭ শতাংশ প্রার্থী স্নাতক বা স্নাতকোত্তর ছিলেন। সুজন সভাপতি এম হাফিজ উদ্দিন খান, সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, ঢাকা জেলা কমিটির সভাপতি মুসবাহ আলীম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।