Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

13খোলা বাজার২৪, সোমবার, ১৮ জানুয়ারি ২০১৬ : এক দশক আগে সারা দেশে একযোগে বোমা হামলার সময় রাঙামাটিতে বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ জঙ্গি দল জেএমবির পাঁচ সদস্যকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া একজনকে খালাস দেওয়া হয়।
রাঙামাটির যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আজিজুল হক সোমবার এ মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন রাঙামাটির বরকলের ভুচংছড়ার মো. ওবায়দুর রহমান, দিনাজপুরের মো. আরিফুল ইসলাম আরিফ, চট্টগ্রামের সীতাকুণ্ডের মো. আইয়ুব আলী আবুজর, নীলফামারীর জলঢাকার মো. আ. হাবিব খলিল ও কক্সবাজারের খুরুশখুলের জাবেদ ইকবাল মো. আমানুল্লাহ আবু হোরাইরা সোহেল সাইয়েদ।
খালাস পেয়েছেন ঠাকুরগাঁওয়ের মো. রুহুল আমিন। রায় ঘোষণার সময় এদের সবাইকে আদালতে হাজির করা হয়।
২০০৫ সালের ১৭ অগাস্ট ৬৩টি জেলায় একযোগে বোমা হামলা চালিয়ে নিজেদের অস্তিত্বের জানান দিয়েছিল জেএমবি। এর অংশ হিসেবে এসব জেলার ৬৩৪টি স্থানে বোমা ফাটিয়ে আতঙ্ক তৈরি করে তারা। রাঙামাটিতে বিস্ফোরণ ঘটানো হয় তিনটি স্থানে।
ওই ঘটনায় বিস্ফোরক আইনে পুলিশের দায়ের করা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
সংশ্লিষ্ট আদালতের পুলিশ পরিদর্শক মো. মোমিনুল ইসলাম জানান, ২০০৬ সালের ৯ অগাস্ট এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়।
দণ্ডিতরা ইতোমধ্যে যে সময় কারাভোগ করেছেন তা তাদের প্রাপ্ত সাজা থেকে বাদ যাবে বলে রায়ে উল্লেখ করা হয় বলে জানান এই পরিদর্শক।
দণ্ডিতরা বিভিন্ন সময় বিভিন্ন জন গ্রেপ্তার হয়েছেন। মো. ওবায়দুর রহমান ১৩ সেপ্টেম্বর ২০০৫, মো. আরিফুল ইসলাম আরিফ ৩০ অক্টোবর ২০০৫, মো. আইয়ুব আলী আবুজর ১৫ ফেব্র“য়ারি ২০০৬, মো. আ. হাবিব খলিল ২৩ মার্চ ২০০৬ এবং জাবেদ ইকবাল মো. আমানুল্লাহ আবু হোরাইরা সোহেল সাইয়েদ ৯ এপ্রিল ২০০৬ গ্রেপ্তার হন।