Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31খোলা বাজার২৪, সোমবার, ১৮ জানুয়ারি ২০১৬ : দেখা করবে বলেও কেন তুমি আসোনি ?” উলটোপ্রান্ত থেকে জবাব এসেছিল, “আমার এখন অনেক কাজ আছে।” সঙ্গে সঙ্গে ফের একটা মেসেজ় গিয়েছিল ওই মহিলার ফেসবুকে। তাতে লেখা ছিল, “আমি তোমার ফেসবুকে কয়েকটা ছবি ও ভিডিও পোস্ট করেছি। যাতে লিখেছি, এই মেয়েটা তুমি, যারা সেক্স করতে চাও তারা এই মহিলার সঙ্গে যোগাযোগ করৃ.”
ঘটনাটি সুদূর ব্রিটেনের। কিন্তু, এরপর থেকেই প্রশ্নের মুখে সোশাল নেটওয়ার্কিং সাইটে প্রত্যেক ব্যক্তির নিজস্বতা, নিরাপত্তা নিয়ে। সম্প্রতি সংবাদমাধ্যম সূত্রে ম্যাঞ্চেস্টারের এই ঘটনাটি উঠে আসে। জানা গেছে, যে এই কৃতকর্ম করেছে তার নাম শেন স্টট। বয়স মেরেকেটে ১৭। নাবালক হওয়ায় অভিযুক্ত স্টটকে চার বছরের জন্য জ়ুভেনাইল হোমে পাঠানো হয়েছে।
গোটা ঘটনাটি খোলসা করে বলা যাক। স্টটের সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব হয় এক মহিলার। তার সঙ্গে বেশ কিছুদিন ধরে কথাবার্তাও চলে। এরপর ওই মহিলা তার সঙ্গে দেখা করারও নাকি প্রতিশ্র“তি দেন। কিন্তু, সেই প্রতিশ্র“তি তিনি রাখেননি। আর তাতেই রেগে যায় স্টট। সে মহিলাকে মেসেজ় করে না আসার কারণ জানতে চায়। মহিলা এড়িয়ে যেতে চাইলে সেক্স ভিডিও পোস্ট করে স্টট। এমনকী, তাঁর ফোন নম্বরও দিয়ে দেয় স্টট। সারাদিনে প্রায় ৩০টি কল আসে ওই মহিলার কাছে। এরপরই পুলিশে অভিযোগ করেন ওই মহিলা।