Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12খোলা বাজার২৪,মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০১৬: চলন্ত ট্রেনে নেশাগ্রস্ত অবস্থায় নারীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল জনতা দল (ইউনাইটেড)-এর বিধানসভার সদস্য সরফরাজ আলমের বিরুদ্ধে। অভিযুক্ত বিধানসভার সদস্যের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। নারী সহযাত্রীর সঙ্গে অভব্য আচরণের দায়ে অভিযুক্ত হয়েছেন সংযুক্ত জনতা দল বিধানসভার সদস্য সরফরাজ আলম। রবিবার রাতে গুয়াহাটি রাজধানী এক্সপ্রেসের কামরায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ। জানা গেছে, কাটিহার স্টেশন থেকে ওই ট্রেনে ওঠেন সরফরাজ। অভিযোগ, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন।
চলন্ত রেলকামরায় ওই বিধান সভার সদস্য এক নারীর সঙ্গে অভব্য আচরণ করেন বলে পাটনা জংশনের জিআরপি থানায় অভিযোগ জানিয়েছেন নারীর স্বামী ইন্দ্রপাল সিং বেদি। জিআরপি সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে কিষাণগঞ্জের জোকিহাট নির্বাচনী কেন্দ্রের জেডিইউ বিধান সভার সদস্য তথা কুখ্যাত আরজেডি নেতা তসলিমউদ্দিনের ছেলে সরফরাজ আলমের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩২৩, ২৯০, ৫০৪ এবং ৩৫৪-এর ‘এ’ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।