Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

17খোলা বাজার২৪, বুধবার, ২০ জানুয়ারি ২০১৬ : ইসলামিক স্টেট জঙ্গী গোষ্ঠী তাদের সদস্য জিহাদি জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। আইএস জঙ্গী গোষ্ঠীর অনলাইন ম্যাগাজিন ‘দাবিক’ এক খবরে জানিয়েছে, সিরিয়ায় আইএস জঙ্গীদের শক্তিশালী ঘাঁটি রাকায় এক ড্রোন হামলায় জিহাদী জনের মৃত্যু হয়েছে। আইএস যে সকল বন্দীদেরকে শিরñেদ করতো সেগুলোর ভিডিওচিত্রে জনকে জল্লাদের ভূমিকায় দেখা গেছে।
ইসলামিক স্টেট এর প্রোপাগান্ডা ম্যাগাজিন দাবিক-এ ‘জিহাদী জন’ এর মৃত্যুর খবর জানিয়ে তার জন্য একটি ওবিচুয়ারি বা শোকসংবাদ প্রকাশ করা হয়েছে। এর আগে গত নভেম্বরে যুক্তরাষ্ট্র-ও দাবী করেছিল যে, যৌক্তিকভাবে তারা নিশ্চিত যে ড্রোন হামলায় রাকায় জিহাদী জন নিহত হয়েছে।
দাবিক বলছে, জিহাদী জন বা মোহাম্মেদ এমাওয়াজি যে গাড়িতে ছিল সেটিকে লক্ষ্য করে যখন ড্রোন হামলা করা হয় তখন গত ১২ই নভেম্বরে সে নিহত হয়। ২০১৪ সালে ইসলামিক স্টেট-এর এক ভিডিওতে মুখোশ পড়া অবস্থায় তাকে প্রথম দেখা যায়। সেই ভিডিওটি ছিল মার্কিন সাংবাদিক জেমস ফলেয়-এর শিরñেদ করার দৃশ্য।
এরপর একে একে মার্কিন সাংবাদিক স্টিভেন সট্লফ, ডেভিড হেইনজসহ আরো বেশ কয়েকজনকে শিরñেদ করার ভিডিওতে জিহাদী জনকে দেখা যায়। জিহাদী জন বা মোহাম্মেদ ইমাওয়াজির জন্ম কুয়েতে, ১৯৮৮ সালে। পরে ১৯৯৪ সালে মাত্র ছয় বছর বয়সে ব্রিটেনে আসা মোহাম্মেদ ইমাওয়াজি কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে স্নাতক করেছিলেন ।